সভাপতির বানী

বর্তমান যুগ জ্ঞান, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের যুগ। একটি শিশু জন্ম থেকেই অজস্র সম্ভাবনা নিয়ে বেড়ে ওঠে, আর সেই সম্ভাবনাগুলোর বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এই বিশ্বাস থেকেই সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের পথচলা শুরু করি—যেখানে শুধু শিক্ষার পাঠ নয়, গড়ে তোলা হয় এক একটি মানবিক, সৃজনশীল ও আত্মবিশ্বাসী প্রজন্ম। এই স্কুলে শিশুদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও ভালোবাসাময় পরিবেশ নিশ্চিত করতে আমরা সদা সচেষ্ট। আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান দেওয়া নয়, বরং শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলা। আমাদের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক টিম স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে দিকনির্দেশনা দেন, যাতে তারা ভবিষ্যতে একজন সৎ, মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারে। আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিভাবকদের প্রতি, যাঁরা আমাদের ওপর আস্থা রেখে তাঁদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন। সেই সাথে শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, যাঁদের কঠোর পরিশ্রমে স্কুলের মান ও সুনাম প্রতিদিন বেড়ে চলেছে। আমরা বিশ্বাস করি, শিক্ষার মাধ্যমে একটি জাতিকে বদলে দেওয়া সম্ভব। সেই লক্ষ্যে সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল একটি শক্ত ভিত তৈরি করে চলেছে আগামী দিনের জন্য। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ধন্যবাদান্তে, সভাপতি সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল, নবীনগর।