প্রিন্সিপালের বানী

শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই মহান লক্ষ্যকে সামনে রেখেই সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল, নবীনগর যাত্রা শুরু করে। আমাদের প্রতিষ্ঠানটি শিশুদের জন্য এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলেছে, যেখানে তারা শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের জন্য প্রয়োজনীয় নৈতিকতা, মূল্যবোধ এবং আত্মবিশ্বাসও অর্জন করে। প্রাথমিক শিক্ষা হল একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের ভিত্তি। আমরা মনে করি, এই স্তরেই সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেলে একটি শিশু তার জীবনে অসাধারণ কিছু করতে পারে। এ কারণে আমাদের অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকবৃন্দ প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে বুঝে তাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে কাজ করে থাকেন। আমরা শুধু পরীক্ষা-পদ্ধতিভিত্তিক শিক্ষায় বিশ্বাস করি না; বরং খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশের উপযোগী নানা আয়োজনের মধ্য দিয়ে শিশুদের এক একজন দায়িত্বশীল, সৃজনশীল এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করি। প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা পদ্ধতিকে গুরুত্ব দিয়ে আমরা শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া এবং ইন্টার‍্যাকটিভ শেখার সুযোগও চালু করেছি। প্রতিটি শিশুর মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা। সঠিক পরিচর্যা, শিক্ষা ও ভালোবাসা পেলে তারা আলোকিত ভবিষ্যতের পথযাত্রী হয়ে উঠতে পারে। আমরা অভিভাবকদের সাথে নিবিড় যোগাযোগ রেখে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, অনুপ্রেরণামূলক ও আনন্দময় শিক্ষাজগৎ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে আমরা শুধু শিক্ষার্থী তৈরি করি না, গড়ে তুলি মানুষ—যারা ভবিষ্যতে দেশ ও জাতির গর্ব হয়ে উঠবে। আপনাদের সহযোগিতা ও আস্থা আমাদের পথচলায় অনুপ্রেরণা জোগায়। সবাইকে ধন্যবাদ। – প্রধান শিক্ষক সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল, নবীনগর।